খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের যুক্তরাজ্যে সফরে গেলেন

বিজয়বাংলা ডেস্ক
প্রকাশিত ২৯, সেপ্টেম্বর, ২০২৩, শুক্রবার
<strong>খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের যুক্তরাজ্যে সফরে গেলেন</strong>

ড. আহমদ আবদুল কাদের সাংগঠনিক সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন আজ।

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের আজ সাংগঠনিক সফরের উদ্দেশ্যে ব্যাংলাদেশ ত্যাগ করেন। তাঁর সংক্ষিপ্ত সফরকে সামনে রেখে সংগঠনের যুক্তরাজ্য শাখা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে:

২ অক্টোবর সোমবার লন্ডন মহানগরী শাখার উদ্যোগে স্থানীয় ফোর্ডস্কয়ার মসজিদ কমপ্লেক্স হলে বিকাল ৭.৩০টায় গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

৩ অক্টোবর মঙ্গলবার বার্মিংহাম ও মীডল্যান্ডস শাখার যৌথ উদ্যোগে স্থানীয় বিয়া লাউন্জে (45/47 Golden Hillock Rd . B10 0JU ) বিকাল ৭টায় গনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

৪ অক্টোবর বুধবার কেম্ব্রীজ শাখার উদ্যোগে স্থানীয় Arbury Community Centre , Campkin RD , Cambridge CB4 2LD হলে বিকাল ৭.১৫ টায় সীরাতুন্নবী সা. কনফারেন্সে প্রধান অতিথির আলোচনা পেশ করবেন।

৫ অক্টোবর বৃহস্পতিবার লুটন শাখার উদ্যোগে স্থানীয় Bury Park Community Centre , 161B Dunstable RD , Luton LU1 1 BW গন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

৬ অক্টোবর শুক্রবার বিকালে যুক্তরাজ্য শাখার উদ্যোগে ফোর্ডস্কয়ার মাসজিদ হলে উলামা ও সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

দলীয় কর্মসূচি ছাড়াও তিনি বাংলাদেশী কমিউনিটির গুরুত্বপূর্ণ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহন করার কথা রয়েছে।

শেয়ার করে ছড়িয়ে দিন
  • 35
    Shares