জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ডিইউজের বিক্ষোভ সমাবেশ

বিজয়বাংলা ডেস্ক
প্রকাশিত ১৯, সেপ্টেম্বর, ২০২২, সোমবার
<strong>জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ডিইউজের বিক্ষোভ সমাবেশ</strong>

গাজী ইসমাঈল ভা‌ঁওয়াৱী
বিজয় বাংলা বিষেশ প্রতিনিধি |

সংবাদ ধ্যম নিয়ে নানা ষড়যন্ত্র, সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা ও অব্যাহত হয়রানির প্রতিবাদে আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশের আয়োজন করে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় সমাবেশে বক্তারা সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান। তাছাড়া সাংবাদিক নেতৃবৃন্দ নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন, সংবাদ পত্রের ডিক্লারেশন বন্ধ না করা, চাকুরিচ্যুত সাংবাদিকদের পুর্নবহাল, ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানি বন্ধ, বিধিবর্হিভূত ভাবে চাকরিচ্যুতি বন্ধ করাসহ গণমাধ্যমের বিরুদ্ধে সবরকম ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানানো হয়।
সাংবাদিকদের ওপর অব্যাহত সন্ত্রাসী হামলা বন্ধ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন ডিইউজের নেতারা।
ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সভাপতি মানিক লাল ঘোষের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ডিইউজের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নজরুল ইসলাম মিঠু, ডিইউজের সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি জাকির হোসেন ইমন, ডিইউজের সদস্য মো. মনসুর আহমদ প্রমুখ।

শেয়ার করে ছড়িয়ে দিন
  • 23
    Shares