গাজী ইসমাঈল ভাঁওয়ারী, বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ময়মনসিংহ জেলা ও মহানগরের উদ্যোগে “পবিত্র রমজানের শিক্ষা ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল” অত্যন্ত প্রাণবন্ত ভাবে সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও জেলা আমির হাফেজ মাওলানা আজিজুল হক এর সভাপতিত্বে জেলা সাধারণ সম্পাদক মুফতি শরীফুর রহমানের সঞ্চালনায়
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইত্তেফাকুল উলামা ময়মনসিংহ জেলার সম্মানিত সভাপতি অধ্যাপক মাওলানা মুফতি মুহিবুল্লাহ সাহেব দা: বা:।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগরীর আমীর অধ্যক্ষ মাওলানা আবু তাহের খান। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আমির হাফেজ মাওলানা ওমর ফারুক, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল মালেক, যুব খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, যুব জমিয়তের সভাপতি মাওলানা নুরুদ্দিন সরকার, জেলা নায়েবে আমির মুফতি মাসুম বিল্লাহ আনোয়ারী প্রমুখ।