শেষ হলো তুরস্কের ভোট গ্রহণ, চলছে গণনা

বিজয় বাংলা ডেস্ক
প্রকাশিত ১৪, মে, ২০২৩, রবিবার
শেষ হলো তুরস্কের ভোট গ্রহণ, চলছে গণনা

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেবের রাজনৈতিক জীবনে এবারই সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে তিনি পড়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিকদারোগলু এবার তাকে তীব্র চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। রবিবার স্থানীয় সময় ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। এরপর শুরু হয়েছে গণনা। শেষ রাতের দিকে ফলাফল সংবাদমাধ্যমে প্রকাশিত হতে শুরু করবে। তবে আনুষ্ঠানিক ফল জানতে তিন দিন সময় লাগতে পারে। তুরস্কের নির্বাচনে কোনও বুথফেরত জরিপের ফল প্রকাশ করা হয় না।

প্রাক-নির্বাচন জনমত জরিপে এরদোয়ানের চেয়ে কিলিকদারোগলু সামান্য এগিয়ে ছিলেন। তিনি ছয় দলের বিরোধী দলীয়জোট থেকে নির্বাচন করছেন। মধ্যবাম ও সেক্যুলার রিপাবলিকান পিপল’স পার্টি বা সিএইচপির নেতা ৭৪ বছর বয়সী এই নেতা।

তুরস্কের নির্বাচনে এবার ভোটারের সংখ্যা ৬ কোটি ৪০ লাখের  বেশি। স্থানীয় সময় সকাল ৯টায় ভোট শুরু হয়ে শেষ বিকাল ৫টায়। এর আগে প্রবাসী তুর্কিরা ভোট দিয়েছেন।

প্রেসিডেন্ট নির্বাচনে কোনও প্রার্থীকে জয়ী হতে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হয়। কোনও প্রার্থী যদি ৫০ শতাংশের বেশি ভোট না পান তাহলে শীর্ষ দুই প্রার্থী দুই সপ্তাহ পর আবার ভোটের লড়াইয়ে নামবেন। এ বছর দ্বিতীয় ধাপের ভোট ২৮ মে অনুষ্ঠিত হতে পারে।

আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, ভোটে কোনও নিরাপত্তা লঙ্ঘন বা অনিয়মের খবর পাওয়া যায়নি। তবে ভোটকেন্দ্রে হার্ট অ্যাটাকের কারণে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের একজন ভোট পর্যবেক্ষক ও দুইজন ভোটার।

ন্যাটো সদস্য তুরস্কের নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র এরদোয়ানের পরাজয়ে ক্রেমলিন অস্বস্তিতে পড়তে পারে। তবে এতে স্বস্তি পাবে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনসহ  ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ,  বিশেষ করে যাদের সঙ্গে এরদোয়ানের সমস্যাপূর্ণ সম্পর্ক রয়েছে।

এবারের নির্বাচনে ২৪টি রাজনৈতিক দল এবং ১৫১ জন স্বতন্ত্র প্রার্থী ৬০০ সদস্যের তুরস্কের পার্লামেন্ট আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেষ মুহূর্তে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মুহাররেম ইনসে।

সূত্র: আল জাজিরা

শেয়ার করে ছড়িয়ে দিন
  • 2
    Shares