আজ থেকে শুরু হচ্ছে সাত কলেজে ভর্তির আবেদন

বিজয়বাংলা ডেস্ক
প্রকাশিত ১৫, জুলাই, ২০২২, শুক্রবার
<strong>আজ থেকে শুরু হচ্ছে সাত কলেজে ভর্তির আবেদন</strong>

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে শুক্রবার (১৫ জুলাই)।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

তিনি বলেন, ১৫ জুলাই থেকে অধিভুক্ত সাত কলেজে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হবে। এটি চলবে ৩১ জুলাই পর্যন্ত। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের সব ধরনের প্রস্তুস্তি রয়েছে।

অন্যান্য বছরের মতো এবারো বিজ্ঞান, বাণিজ্য, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ-এ তিন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তিবিষয়ক ওয়েবসাইট (https://collegeadmission.eis.du.ac.bd/) থেকে জানতে পারবেন৷

শেয়ার করে ছড়িয়ে দিন
  • 34
    Shares