কাদিয়ানীদের অপতৎপরতা অনতিবিলম্বে বন্ধ করতে হবে -ইসলামী ছাত্র মজলিস

বিজয়বাংলা ডেস্ক
প্রকাশিত ৫, মার্চ, ২০২৩, রবিবার
<strong>কাদিয়ানীদের অপতৎপরতা অনতিবিলম্বে বন্ধ করতে হবে -ইসলামী ছাত্র মজলিস</strong>

নিজস্ব প্রতিনিধি | কাদিয়ানী সম্প্রদায়ের অপতৎপরতা অনতিবিলম্বে বন্ধের জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী।

আজ ৪মার্চ ২০২৩, শনিবার, প্রদত্ত যৌথ বিবৃতিতে মুহতারাম কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি জেনারেল বলেন, আক্বীদায়ে খতমে নবুওয়াত আমাদের জান, খতমে নবুওয়াত আমাদের প্রাণ, খতমে নবুওয়াত আমাদের ঈমান। তাই, খতমে নবুওয়াতের জন্য যেকোন ত্যাগ, কুরবানী-বিসর্জন দিতে সর্বদা আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ।

পবিত্র কুরআন ও মুতাওয়াতির হাদীসে নববী দ্বারা আক্বীদায়ে খতমে নবুওয়াতের বিষয় সুস্পষ্টভাবে প্রমাণিত। যারা খতমে নবুওয়াতের আক্বীদায় বিশ্বাসী নয়, তারা কাফের। এ ব্যাপারে সামান্যতম সন্দেহের অবকাশ নেই। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। কিয়ামত অবধি আর কোন নবী নবুওয়াত ও রিসালতের দায়িত্ব নিয়ে এই পৃথিবীতে আসবেন না। কিন্তু ঊনবিংশ শতাব্দীর শেষ থেকে অদ্যাবধি চলে আসা ঈমানবিধ্বংসী একটি মতবাদের নাম কাদিয়ানিয়াত বা কাদিয়ানীবাদ। এটি একটি জঘন্য এবং ভয়াবহ কুফুরী ফেতনা। মিথ্যা নবী দাবীদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজের আধিপত্য প্রতিষ্ঠা ও বিস্তারের জন্য নতুন এক ধর্মীয় মতবাদ আবিষ্কার করে। পরবর্তীতে তার কিছু অনুসারীরা এটি বিশ্বময় প্রচারের তৎপরতা শুরু করে। যা আজও পৃথিবীর দুই শতাধিক কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণের অন্যতম কারণ।

ইসলামের অকাট্য এবং অবিচ্ছিন্ন সূত্র পরম্পরায় প্রাপ্ত ও অনুসৃত মৌলিক আকীদা হচ্ছে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল। আল্লাহ তা’আলা তাঁর মাধ্যমে নবুওত ও রিসালাতের ধারা সমাপ্ত করে দিয়েছেন। কুখ্যাত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী খতমে নবুওতের মতো ইসলামের সুস্পষ্ট বিধানের সাথে ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছে। ইসলামের মৌলিক আকীদার উপর এমন ঘৃণ্য আঘাত কোনভাবেই মুসলমানরা মেনে নিতে পারে না।

আজ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা দেয়া হয়েছে কিন্তু দুঃখজনকভাবে এখনো বাংলাদেশের সিংহভাগ মানুষের ধর্মীয় বিশ্বাসকে উপেক্ষা করে কাদিয়ানী সম্প্রদায়ের বিরুদ্ধে সরকার এখনো কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত এই দেশে খতমে নবুওতের সাথে বিদ্বেষ পোষণকারী কাদিয়ানী সম্প্রদায়ের অপতৎপরতা বন্ধের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। কালবিলম্ব না করে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে নতুবা পরবর্তীতে সৃষ্ট যেকোনো পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।

বার্তা প্রেরক
হাসান আহমাদ খান
অফিস ও প্রচার সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস

শেয়ার করে ছড়িয়ে দিন
  • 19
    Shares