ধর্মীয় শিক্ষা ব্যতীত সমাজ ব্যবস্থার পরিবর্তন অসম্ভব – বিলাল আহমদ চৌধুরী

বিজয়বাংলা ডেস্ক
প্রকাশিত ১১, মার্চ, ২০২৩, শনিবার
<strong>ধর্মীয় শিক্ষা ব্যতীত সমাজ ব্যবস্থার পরিবর্তন অসম্ভব – বিলাল আহমদ চৌধুরী</strong>

ইসলামী ছাত্র মজলিসের ২ দিনব্যাপী সহযোগী সদস্য কর্মশালা অনুষ্ঠিত

সিজস্ব প্রতিনিধি | বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী বলেছেন, সমাজকে নৈতিক অবক্ষয় থেকে বাঁচাতে আমরা যে মূল্যবোধের কথা বলছি, এর মূল উৎস হচ্ছে ধর্ম। ধর্মের মধ্যেই জীবনাচারণের সব আদর্শিক বিষয়গুলো উল্লেখ আছে। বাংলাদেশে নীতি-নৈতিকতা ও সামাজিক অবক্ষয়ের কারণে নানাবিধ সমস্যা সৃষ্টি হচ্ছে এবং এসব বিষয়ে নানা আলোচনা চলছে বিভিন্ন মহলে কিন্তু এর প্রকৃত কারণ এখনো উপলব্ধি করতে বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে রাষ্ট্র।

নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের মাঝে বর্তমানে নৈতিকতার চরম অবক্ষয় লক্ষ্য করা যাচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। নৈতিক চরিত্র গঠনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ধর্মীয় মূল্যবোধ। সেটা থেকেও নতুন প্রজন্মকে বঞ্চিত করা হচ্ছে সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচনের মাধ্যমে। ধর্মীয় চর্চার মাধ্যমেই জীবনের উৎকর্ষ সাধন করা সম্ভব। ধর্মচর্চার মাধ্যমে ভুল এবং সঠিক বিষয়টি জানা যায়। ধর্মীয় বিধিবিধানে এসবের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। যারা ন্যায়বোধকে দূরে সরিয়ে দিচ্ছে, তাদের দ্বারা সমাজের উন্নতি সম্ভব নয়; হতে পারে না। মানুষকে নিয়ন্ত্রণের জন্যে ধর্মীয় শিক্ষার মধ্যে যে ন্যায়বোধের কথা বলা হয়েছে, সেটিই কিন্তু সবচেয়ে বড় শক্তি। অর্থাৎ ধর্মচর্চা যদি দুর্বল হয়, তাহলে সেই ন্যায়বোধও দুর্বল হয়ে পড়বে। তখন সেটা সমাজে কিংবা ব্যক্তিজীবনে মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

আজ ১১ মার্চ, শনিবার রাজধানীর বিজয়নগরস্থ মজলিস মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কর্তৃক আয়োজিত নির্ধারিত সহযোগী সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী সহযোগী সদস্য কর্মশালা ২০২৩ এর সমাপনী অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী’র পরিচালনায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী কর্মশালার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন- খেলাফত মজলিসের নায়বে আমির শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, ইসলামী ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, প্রভাষক মুহাম্মদ আব্দুল করিম, এডভোকেট শায়খুল ইসলাম, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মাওলানা সোহাইল আহমদ, মাওলানা মুহাম্মদ মনির হোসাইন, প্রাক্তন সেক্রেটারি জেনারেল মাওলানা তোফায়েল আহমদ, প্রাক্তন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা শেখ মুহাম্মদ সালাহউদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কে এম ইমরান হুসাইন, প্রকাশনা সম্পাদক আলমগীর হুসাইন, অফিস ও প্রচার সম্পাদক হাসান আহমাদ খান, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ইসমাঈল খন্দকার, ছাত্রকল্যাণ ও পাঠাগার সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি আহসান আহমাদ খান, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি নূর মোহাম্মদ প্রমুখ।

শেয়ার করে ছড়িয়ে দিন
  • 43
    Shares