বিজয়বাংলা অনলাইন ডেস্কঃ
‘Mikdad Siddiquee’ ফেসবুক টাইম লাইন থেকে-
ইফতারের সময় বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন। একমাত্র মূসা নবীই আল্লাহর সাথে ঘন ঘন সাক্ষাৎ করার বায়না ধরতেন এবং সুযোগও পেতেন। একবার তিনি মহান আল্লাহ সুবহানাহু তাআলার কে জিজ্ঞেস করেছিলেন_
“হে আল্লাহ্ একমাত্র আমাকে আপনার সাথে সরাসরি কথা বলার সম্মান ও সুযোগ দিয়েছেন।এমন সুযোগ কি অন্য কাউকে দিয়েছেন বা দিবেন?”
আল্লাহ সুবহানাহু তা’আলা বললেন “পরবর্তীকালে আমি একদল লোক পাঠাবো যারা মুহাম্মদ (সঃ) এর উম্মত হবে,যারা রোজা রাখবে এবং রোজা অবস্থায় তারা তোমার চেয়েও আমার অধিক নিকটবর্তী হবে। হে মূসা যখন তুমি আমার সাথে কথা বলো তখন আমার আর তোমার মধ্যে ৭০,০০০ সূক্ষ পর্দা থাকে যা তুমি দেখতে পাও না। কিন্তু ইফতারের সময় আমার ও আমার ঐ সব বান্দার মাঝে একটি পর্দা ও থাকবে না। (সুবহানাল্লাহ) হে মূসা আমি দায়িত্ব নিচ্ছি_ইফতারের সময় আমি একজন রোজাদারের দোয়াও অস্বীকার করব না।”
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু-আকবার।
বিজয় বাংলা/এইচ কে/১৭-০৪-২০২৩ইং