শুক্রবার রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শেষে দুই গ্রুপের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে যাত্রাবাড়ী মাদরাসার ছাত্র হাফেজ মো. রেজাউল করিমের মৃত্যুতে বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবি করেছে।
তিনি আজ এক বিবৃতিতে বলেন, একজন মাদরাসার ছাত্রকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তা কোনোভাবেই মানা যায় না। আওয়ামী লীগের হাত থেকে পথচারী লোকরাও নিরাপথ নেই। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। একজন মাদরাসার ছাত্র নিহত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী কি করেছে দেশের মানুষ জানতে চায় । যারা এধরণের ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মাওলানা জালালুদ্দীন আহমদ নিহত ছাত্রের পরিবারকে ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানান।