বাংলাদেশ খেলাফত মজলিস বাহুবল উপজেলা শাখা পুনর্গঠন সম্পন্ন

বিজয়বাংলা ডেস্ক
প্রকাশিত ৭, সেপ্টেম্বর, ২০২৩, বৃহস্পতিবার
বাংলাদেশ খেলাফত মজলিস বাহুবল উপজেলা শাখা পুনর্গঠন সম্পন্ন

গতকাল ৭ সেপ্টেম্বর ২৩, বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মজলিস বাহুবল উপজেলা শাখার শুরা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকীলপুরী দাঃবাঃ। প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার দেশের নির্বাচন ব্যবস্হাকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছে। বর্তমান নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্হা হারিয়ে ফেলছে। আগামীর নির্বাচন নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধিনে হতে হবে ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি মুফতী হাবিবুর রহমান কাসেমী দাঃবাঃ। তিনি বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জননেতা মাওলানা মামুনুল হকসহ আলেম-উলামাকে অন্যায়ভাবে গ্রেফতার করে ভারত সরকারকে খুশি করে ক্ষমতায় আসতে চায়।
কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, হবিগঞ্জ ১ (বাহুবল-নবীগঞ্জ)
আসনে সংসদ সদস্য প্রার্থী মুফতি সৈয়দ ওযীরুল ইসলাম দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
শুরায় বক্তব্য রাখেন জেলা সহ- সভাপতি মাওলানা আশিকুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা নোমান আহমদ সাদীক, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় কমিটির সদস্য এম সাইদুর রহমান সানী, জেলা সহ-প্রচার সম্পাদক ও যুব মজলিস দায়ীত্বশীল মুহাম্মাদ তানযীল বিন হাবীব।
পরিশেষে উপজেলা শুরা সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৩/২০২৪ সেশনে সভাপতি নির্বাচিত হন মাওলানা আব্দুল ওয়াদুদ দাঃবাঃ, মাওলানা আব্দুল আহাদ আজাদ সিনিয়র সহ-সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হয় সাবেক ছাত্রনেতা হাফেজ মাওলানা আতাউর রহমান দুলাল। সাংগঠনিক সম্পাদক মাওলানা আল-আমিন সহ ৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

শেয়ার করে ছড়িয়ে দিন