মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী আলেমদের দ্রুত মুক্তি দিন

বিজয়বাংলা ডেস্ক
প্রকাশিত ৯, সেপ্টেম্বর, ২০২৩, শনিবার
মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী আলেমদের দ্রুত মুক্তি দিন

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহসচিব মাওলানা আতাউল্লাহ আমীন বলেছেন, সরকার এতো উন্নয়ন করলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে কিসের ভয়। আসলে সরকারের উন্নয়নের ভিতরে মহা দুর্নীতি রয়েছে। এ দুর্নীতির কারণে আওয়ামীলীগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায়। তিনি বলেন ২০১৪ ও ১৮ সালের মতো কোনো নির্বাচন এ দেশে আর হবে না। অতএব নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন দিতে হবে।
তিনি আরও বলেন, আমাদের সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হক দীর্ঘ দুই বছরের বেশি সময় কারাবন্দী রয়েছে। তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে জেলে আটকিয়ে রাখার পরিণতি ভালো হবে না। মাওলানা মামুনুল হক সহ আলেমদের দ্রুত মুক্তি না দিলে এদেশের জনগণ কোনো নির্বাচন হতে দিবে না।
তিনি বলেন, সরকারের লোকজনজন সরকারী অর্থে ভালো থাকলেও দেশের মানুষ ভালো নেই। মানুষের জীবন মহা কষ্টে অতিবাহিতত হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রন না করতে পারার দায়ে সরকারের পদত্যাগ করে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করা উচিৎ।
তিনি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ আলেমদের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবীতে আজ বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বায়তুল মোকাররম উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুফতি নুর মোহাম্মদ আজিজীর সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রাজীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন যুগ্ম-মহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমী, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সদস্য সচিব মাওলানা আবু সাঈদ নোমান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, মাওলানা মুহাম্মদ ফয়সাল, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি হাবীবুর রহমান, সহ-সভাপতি মাওলানা হাসান জুনাঈদ, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মাওলানা শরীফুজ্জামান জসিম, সাধারণ সম্পাদক মাওলানা ছানাউল্লাহ আমিনী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা রেজওয়ান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানীফ প্রমুখ। সমাবেশ শেষে মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে নাইট এঙ্গেল মোড় হয়ে পল্টন সুরমা টাওয়ারের সামনে এসে শেষ হয়।

শেয়ার করে ছড়িয়ে দিন