দারুল আজহারের আইসিটি প্রভাষকের রোমানিয়া গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা

বিজয়বাংলা ডেস্ক
প্রকাশিত ১০, সেপ্টেম্বর, ২০২২, শনিবার
দারুল আজহারের আইসিটি প্রভাষকের রোমানিয়া গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা

গতকাল ৮ সেপ্টেম্বর ২২ রোজ বৃহস্পতিবার দুপুর ২ টায় ডিএএমএম সিলেট মিলনায়তনে দারুল আজহার মডেল মাদরাসা সিলেট ক্যাম্পাসের আইসিটি প্রভাষক, এডমিন ইনচার্জ মুহাম্মদ ইহসানুল হক হৃদয় এর মেরিন ইঞ্জিনিয়ারিং এ স্কলারশীপ নিয়ে রোমানিয়া গমন উপলক্ষে প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, অভিভাবকদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়৷

বিদায়ী শিক্ষক ইহসানুল হক হৃদয়ের আন্তরিক কর্মতৎপরতা স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন দারুল আজহার সিলেট ক্যাম্পাসের প্রিন্সিপাল মনজুরে মাওলা । তিনি বলেন- “প্রভাষক ইহসানুল হক হৃদয় হলেন অত্যন্ত বিনয়ী, কর্মতৎপর ও ন্যায়পরায়ণ আদর্শ শিক্ষক । তিনি তার দারুল আজহারের কর্মজীবনে নানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি যে অবদান রেখেছেন তা অতুলনীয়।”

তিনি তার একনিষ্ঠ কর্মতৎপরতার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে তার আলোকিত ভবিষ্যতের জন্য দোয়া করেন। একই সাথে এরূপ সুন্দর, আন্তরিকতাপূর্ণ অনুষ্ঠান আয়োজনের জন্য সকল শিক্ষক-কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ভাইস প্রিন্সিপাল সুলাইমান আহমদ হুজাইফা , তিনি বলেন- “প্রভাষক ইহসানুল হক হৃদয় ছিলেন একজন দায়িত্বশীল শিক্ষক তিনি নিজের দায়িত্বের ক্ষেত্রে ছিলেন আন্তরিক৷ তিনি ছিলেন সময় ও কর্তব্যের প্রতি অকৃত্রিম অনুগত কর্মকর্তা। আমি তাঁর প্রবাস জীবনে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”

সংবর্ধিত শিক্ষক জনাব ইহসানুল হক হৃদয় বলেন, এই প্রতিষ্ঠানে আমি শেষ কার্যদিবস পর্যন্ত অত্যন্ত স্বচ্ছন্দতার সাথে কাজ করেছি। শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা ও মাদরাসার প্রতি ভালোবাসার কারণে এখানে কাজ করতে আমি আমার মেধা, নিষ্ঠা ও শ্রমের সবটুকুই দেয়ার চেষ্টা করেছি। আল্লাহ যেন এসব শ্রমকে সাদাকায়ে জারিয়া হিসাবে কবুল করেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হোস্টেল ইনচার্জ মাওলানা আসাদুর রহমান চৌধুরী, বিজ্ঞান বিভাগের ইনচার্জ আরিফুল ইসলাম সোহান , আরবি বিভাগের সহকারী শিক্ষক মাওলানা মামুনুর রশীদ, ইংরেজি বিভাগের সহকারী শিক্ষিকা আসমা জোহরা, বিজ্ঞান বিভাগের শিক্ষিকা তাহমিনা খানম জুলি, বাংলা বিভাগের শিক্ষিকা তানজিনা আক্তার, আরবি বিভাগের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস, নুরানী বিভাগের সহকারী শিক্ষক আবুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আল আজহার ছাত্র সংসদের দায়িত্বশীলবৃন্দ এবং বিভিন্ন ক্লাসের শ্রেণীপ্রতিনিধিরা।

অনুষ্ঠানে মাদরাসার পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করেন প্রিন্সিপাল ও শিক্ষকবৃন্দ। প্রিয় শিক্ষকের বিদায়ে স্মৃতি স্বরুপ উপহার প্রদান করে ১০ম শ্রেণী, ৯ম শ্রেনী ও ৮ম শ্রেণির শিক্ষার্থীরা। অনুষ্ঠানে মনোজ্ঞ সংগীত পরিবেশন করে দশম শ্রেণির ছাত্র হাফেজ আবুল বাশার।

শিক্ষকগণ ছাড়াও অনুষ্ঠানে অভিভাবক, ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করে ছড়িয়ে দিন