জহিরুল ইসলাম সোহাগ, দোয়ারা প্রতিনিধি : গত শুক্রবার (১৯ আগস্ট) দোয়ারাবাজারের সুরমা নদীতে রাত সাড়ে ৮টার দিকে বাল্কহেড এবং খেয়া নৌকার সংঘর্ষ ঘটে। খেয়া নৌকায় ছিল সুনামগঞ্জ’র গোবিন্দপুরের একটি মানবিক সংগঠনের ৩৪ জন সদস্যসহ স্থানীয় আরো কয়েকজন যাত্রী।
সংগঠনের ৩৩ জন সাঁতরে নদীর কিনারে উঠতে পারলেও শামছুল মিয়া নামের এক যুবক তলিয়ে যান নদীর গহ্বরে।
দু’দিন নিখোঁজ থাকার পর আজ রবিবার (২১ আগস্ট) সকাল ৮ টার দিকে সুরমা নদীতে ভেসে উঠে বীভৎস চেহারার অর্ধ গলিত শামছুল মিয়া’র লাশ।
পরবর্তীতে স্থানীয় প্রশাসন মরদেহটি থানায় নিয়ে যায়। লাশ ভেসে উঠার পর থেকেই শোকের মাতমে ছেয়ে যায় শামছুল মিয়া’র গ্রামের বাড়ি।
বিজয় বাংলা/এনএ/২১/৮/২২