ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি গঠনের পর থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এবার অবৈধ শিক্ষার্থী রাখার প্রতিবাদ করায় এক ছাত্রীর গায়ে গরম চা ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আয়শা ইসলাম মীমের বিরুদ্ধে। তিনি কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রীভার অনুসারী।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইডেন কলেজের শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী নিবাসের ৩১৩ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
গত মে মাসে ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। এরপর থেকেই কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্য নেত্রীদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসতে থাকে।
গত ২০ আগস্ট ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ার কারণে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা একটি ছাত্রীনিবাসের স্নাতক চতুর্থ বর্ষের কয়েক শিক্ষার্থীকে তাদের রুম থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠে। এই ঘটনায় তামান্নার হুমকি দেওয়ার একটি অডিও রেকর্ড ফেসবুকে ভাইরাল হয়। সেখানে ছাত্রীদের তামান্না ‘এক পায়ে পাড়া দিমু, আরেক পা টাইনা ধইরা ছিঁড়া ফেলমু’ বলে শাসাতে শোনা গেছে।
এই অডিও ফাঁস হওয়ার ঘটনায় বেকায়দায় পড়ে ক্ষমা চাইলেও পুষে রাখা রাগ কমেনি রিভার। তিন দিন পরই নতুন বিতর্কে জড়ান এই নেত্রী। এবার দুই ছাত্রীকে ৭ ঘণ্টা আটকে রেখে নির্যাতন ও নগ্ন করে ভিডিও ধারণ করে ভাইরাল করার হুমকির অভিযোগ উঠে ছাত্রলীগের এই নেত্রীর বিরুদ্ধে।
বিজয় বাংলা/এনএ/২০/৯/২২