গাজী ইসমাঈল ভাঁওয়ারী
বিজয় বাংলা বিশেষ প্রতিনিধি
দেশের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়া চট্টগ্রামের ৩৮তম বার্ষিক দ্বীনি মাহফিল গত ১৪ জানুয়ারী ২০২৩ ঈসায়ী শনিবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
জামেয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান , আন্তর্জাতিক ইসলামিক স্কলার প্রফেসর ড.আল্লামা আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।

প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন জামেয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ হামজা, প্রধান বক্তার আলোচনা পেশ করেন দেশবরেণ্য বক্তা, ইসলামী চিন্তাবিদ ও গবেষক, আল জামেয়াতুল আরবিয়া জিরি মাদরাসার মুহাদ্দিস অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন, বিশেষ বক্তার আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, শিক্ষাবিদ, দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক মাওলানা ওবাইদুর রহমান খান নদভী।
তাছাড়া মূল্যবান আলোচনা পেশ করেন প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা জুনাইদ আল হাবিব, নানুপুর ওবায়দিয়ার মুহতামিম শায়খ সালাহ উদ্দীন, চট্টগ্রাম মোজাহেরুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা লোকমান হাকিম, দারুল হেদায়া মাদরাসার মুহতামিম মাওলানা আজিজুল হক মাদানি, রামু জোয়ারিয়ানালা মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা হাফেজ আব্দুল হক , জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার মুফতি ও সিনিয়র মুহাদ্দিস মাওলানা মাসুম ইহসান, সিনিয়র মুহা্দিস মাওলানা আব্দুল্লাহ এবং নারায়ণগঞ্জ মারকাজুল মা’আরিফ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মিজানুর রহমান, মুফতি আবুল হোসাইনসহ দেশের প্রাজ্ঞ স্কলার ও ওলামা-মাশায়েখ ও ইসলামি চিন্তাবিদগণ।
মাহফিলে জামেয়া দারুল মাআরিফের প্রাক্তন ছাত্রসহ দেশের প্রাজ্ঞ ইসলামি স্কলার ও উলামা-মাশায়েখরা অংশ নেন।
সভায় জামেয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী কর্তৃক লিখিত আরবী খুতবা সংকলন ও জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার শিক্ষক মাওলানা মাহমুদ মুজিব সংকলিত পঞ্চরত্ন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
মাহফিল পরিচালনা করেন, মাওলানা ইনআমুল হক মাদানি, মাওলানা আফীফ ফুরকান মাদানি ও মাওলানা হামেদ ফরিদ।