৪১তম বিসিএসই প্রথম বিসিএস আবু আবদুল্লাহর। ৪৩ ও ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষা দিয়েছেন। আর ৪৫তম বিসিএসে আবেদন করেননি। তিনি বলেন, ‘আত্মবিশ্বাস ছিল, আল্লাহ রিজিক রাখলে এগুলোর মধ্যেই চলে আসবে।’কীভাবে প্রস্তুতি নিয়েছেন—এমন প্রশ্নের জবাবে আবু আবদুল্লাহ বলেন, ‘পিএসসির সিলেবাস, প্রশ্নের ধরন ও আগের বিসিএসের প্রশ্ন সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়েছি। নিয়মিত লেখাপড়া, অনুশীলন ও পরীক্ষার মাধ্যমে প্রস্তুতিতে জোর দিয়েছি। একই বিষয়ে অনেকগুলো বই কম করে না পড়ে, দু-একটা বই বিস্তারিত পড়েছি। পাশাপাশি নিয়মিত বাংলা ও ইংরেজি পত্রিকা পড়তাম। সাম্প্রতিক বিষয়াবলি সম্পর্কে মোটামুটি ধারণা রাখতাম। অন্য প্রার্থীদের চেয়ে আমি একটা জায়গায় ব্যতিক্রম ছিলাম। গ্রুপ স্টাডি করতাম না বললেই চলে। নিজে নিজে বাসায় নিরিবিলি লেখাপড়া করতে পছন্দ করতাম।’
৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষায় ২০টির মতো প্রশ্ন করা হয়েছিল আবু আবদুল্লাহকে। প্রায় ১৫ মিনিট ভাইভা নেওয়া হয়েছিল। দু থেকে তিনটি প্রশ্ন ছাড়া সব কটির উত্তর দিতে পেরেছিলেন তিনি।
আবু আবদুল্লাহ বলেন, ‘চাকরিপ্রার্থীদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে ভালো ক্যাম্পাস থেকে পাস না করলে নাকি ভাইভা বোর্ডে ভালো করা যায় না। এটি সম্পূর্ণ গুজব।’