শাকিব খানের নায়িকা কে এই ইধিকা পাল?

বিজয় বাংলা
প্রকাশিত ৭, মে, ২০২৩, রবিবার
<strong>শাকিব খানের নায়িকা কে এই ইধিকা পাল?</strong>

বিজয় বাংলা ডেস্কঃ

ইধিকা পাল কলকাতার জনপ্রিয় টিভি অভিনেত্রী। তিনি বাংলা সিরিয়ালের পরিচিত মুখ। নিজের অভিনয়ের পাশাপাশি নাচেও পারদর্শী তিনি। তার অভিনীত প্রথম ধারাবাহিক ছিল স্টার জলসার ‘কপালকুণ্ডলা’। এই ধারাবাহিকে ‘পদ্মাবতী’র চরিত্রে অভিনয় করে প্রশংসিত হোন এই সুন্দরী। পরে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘রিমলির’ প্রধান চরিত্রে তাকে দেখা যায়। এ ছাড়াও দুটি জনপ্রিয় ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন।

 

 

বর্তমানে প্রচার চলছে নতুন ধারবাহিক ‘পিলু’। এতে দ্বিতীয়বারের মতো খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন ইধিকা। এখানে তার চরিত্রের নাম ‘রঞ্জিনী’।

 

 

অভিনয় জীবনে আসার আগে কেকে দাস কলেজ থেকে অ্যাকাউনটেন্সিতে অনার্স নিয়ে পড়াশোনা করেন ইধিকা পাল।

 

 

 

বিজয় বাংলা/এইচ কে/০৭/০৫/২০২৩ইং

শেয়ার করে ছড়িয়ে দিন