স্বাস্থ্য সচেতনতা ৩ – ডক্টর মুহাম্মাদ মনযুরুল ইসলাম ছিদ্দিকী

বিজয় বাংলা
প্রকাশিত ২৭, এপ্রিল, ২০২৩, বৃহস্পতিবার
<strong>স্বাস্থ্য সচেতনতা ৩ – ডক্টর মুহাম্মাদ মনযুরুল ইসলাম ছিদ্দিকী</strong>

বিজয় অনলাইন বাংলা ডেস্কঃ

Bazlur Rahman bti ফেসবুক আইডি থেকে

স্বাস্থ্য সচেতনতা ও জনস্বার্থে –

পীরে কামিল ও মোকাম্মিল,
অন্যতম চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক,
শাইখুল হাদীস আলহাজ্ব হযরত মাওলানা –

ডক্টর মুহাম্মাদ মনযুরুল ইসলাম ছিদ্দিকী
ছাহিব (দাঃ আঃ)

বি.এ.(অনার্স)
এম.এ.(আরবী সাহিত্য) এম.এম, এল
এল বি, পিএইচ.ডি, (গবেষণার বিষয়:
ফিকাহ হানাফী) ঢাকা বিশ্ববিদ্যালয়।

 

 

১. কাগজি লেবু ঘা সাড়ায়, আর অন্য লেবু ঘা বাড়ায়।

২. প্রতিদিন একটা হলেও গোল আলু খাইতে হবে, তার কারণ আলুর মধ্যে রয়েছে ইলেকট্রিসিটি।

৩. দাঁতের নার্ভের সাথে ব্রেনের সম্পর্ক। যদি কেউ ঠিক মতো মেছাক না করে তাহলে পরে তার স্মৃতি শক্তি কমে যাবে।

৪. কাঁচা পেঁপে লিবার ক্যন্সার সারায়,

৫. আদা ও কিচমিচ গলার ক্যন্সার সারায়,

৬. পুটি মাছ ও মলা মাছ চোখের জ্যোতি বাড়ায়।

৭. কৈ,শিং,শৈল এগুলো খুবই উপকারী,

৮. কচু পাতার মধ্যে রয়েছে ১০০% কেলোরি।

৯. ঘুমের ঔষধ খাইলে শারীরিক দূর্বলতা বেশি হয়।

১০. শরীরের সিস্টেম ঠান্ডা থাকলে ঘুম অটোমেটিক হয়। ঘুম না আসলে পানি খাইবেন আর আপেল খাইবেন, আর্জুনারিষ্ট সিরাপ খান।

 

বিজয় বাংলা/এইচ কে/২৭/০৪/২০২৩ইং

শেয়ার করে ছড়িয়ে দিন
  • 40
    Shares