বিজয় বাংলা ডেস্কঃ Sayed Ahsan ফেসবুক আইডি থেকেঃ-
পান আমাদের অনেকের নিত্যদিনের খাবার।
তবে সঠিক ভাবে পান খাওয়া আমরা অনেকেই জানিনা, যার কারনে মরণব্যাদী ক্যান্সার জীবনটাকে শেষ করে দেয়।
পান যেভাবে খেলে আপনার ক্ষতি হবেনা বরং অনেক উপকার হবেঃ প্রথমেই পান সুন্দর ভাবে পরিষ্কার করে, পানের বোটা সম্পূর্ন (সিধ সহ) ফেলতে হবে।
তারপর পানের সাথে ১ খন্ড আদা, দারচিনি, কয়েকদানা কালোজিরা ও এলাচ, এক চা চামচ মধু, ১ টা লং, ২ টা কিসমিস দিয়ে পান খাবেন খাওয়ার পর, বিশেষ করে রাতের বেলা।
এভাবে পান খেলে কখনো ক্যান্সার হবেনা, কোন প্রকার ক্ষতি হবেনা বরং আপনি হবেন অনেক শক্তিশালী।
আমাদের প্রানপ্রিয় মুর্শিদ কিবলা থেকে সকল প্রকার সুস্হতার দিকনির্দেশনা পেয়ে থাকি।
আমার আপন মুর্শিদ
পীরে কামিল ও মোকাম্মিল,
অন্যতম চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক,
শাইখুল হাদীস আলহাজ্ব হযরত মাওলানা –
আল্লামা ডক্টর মুহাম্মাদ মনযুরুল ইসলাম ছিদ্দিকী ছাহিব (দাঃ আঃ)
বি.এ.(অনার্স) এম.এ. (আরবী সাহিত্য) এম. এম, এল এল বি, পিএইচ.ডি, (গবেষণার বিষয়: ফিকাহ হানাফী) ঢাকা বিশ্ববিদ্যালয়।
শায়খ, তা‘লিমে ইসলাম, মানিকগঞ্জ, বাংলাদেশ।
বিজয় বাংলা/এইচ কে/১১/০৫/২০২৩ইং