হেফাজতে ইসলাম মক্কা মহানগর শাখার ইসলাহি মাহফিল অনুষ্ঠিত

বিজয়বাংলা ডেস্ক
প্রকাশিত ৮, সেপ্টেম্বর, ২০২৩, শুক্রবার
হেফাজতে ইসলাম মক্কা মহানগর শাখার ইসলাহি মাহফিল অনুষ্ঠিত

দাওয়াত, তা’লিম -তারবিয়াত তাযকিয়া, ইসলাহি- ইলহামি মূলক অরাজনৈতিক ইসলামি দ্বীনি সংগঠন আঞ্জুমানের মাসিক ইসলাহি মাহফিল রোজ বৃহস্পতিবার ৭-৯-২০২৩ ইং তারিখে মক্কাস্হ মানারাত আল ঈমান হোটেলে অনুষ্ঠিত হয়। মাওলানা মামুনুর রশীদের পরিচালনায়
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ হাসান আহমেদ ইসলামি সংগীত নাতে রাসূল পরিবেশন করেন আজহার উদ্দিন।
সভাপতিত্ব করেন মুফতি শায়খ মুহাম্মদ আলী হাফিজাহুল্লাহ্, কোরআন সুন্নহর আলোকে দারসে কুরআন পেশ করেন বিশিষ্ট দায়ী হাফেজ শায়খ ওয়ালিউল্লাহ্ শাওকি।
প্রধান অতিথি হিসেবে অডিও কলে নসীহত পেশ করেন আঞ্জুমানের কেন্দ্রীয় আমীর শায়েখ মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, হাফিজাহুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে নসীহত পেশ করেন ফেদায়ে ইসলাম খলীলুর রহমান বর্ণভী (রাঃ)খলীফা হাফেজ মাওলানা আব্দুর রউফ, মাওলানা আজিজুর রহমান মানিক নাযিম আঞ্জুমান,বাহুবল শাখা, প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল নুরুল কুরআন মাদ্রাসা, মাওলানা আব্দুল মুকিত রুপাপুরী সহ- সভাপতি আঞ্জুমান, জেদ্দা মহানগর শাখা,
মাষ্টার ফারুক আহমদ সহ-সভাপতি আঞ্জুমান, মক্কা শাখা
প্রধান অতিথির বক্তব্য আমীরে আন্জুমান বলেন লুৎফুর রহমান বর্ণভীর ইসলাহি সংগঠনের কাজকে আরো প্রচার করা মানুষদেরকে আমলের উপর কায়েম করা, নসীহত করে বলেন এটা এক ইলহামি মজলিস আন্ত শুদ্ধির মজলিস , অরাজনৈতিক ইসলাহি সংগঠন দলমত নির্বিশেষে সকলের প্রতি দ্বীনের প্রচার- প্রসারের কাজ করার আহবান জানান, বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন কুরআন -সুন্নাহর আলোকে জীবন গড়ার, উন্নত চরিত্রের অধিকারী হওয়ার জন্য আহবান করেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন মক্কা মহানগরীর সহ সাধারণ সম্পাদক মাওলানা কাওসার আহমদ, আঞ্জুমানের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল করিম,অন্যতম সদস্য মাওলানা শাহিদুর রহমান শেখ ইব্রাহীম ফরিদ মাওলানা আহমদ মাক্কী, মুফতি রেজাউল করিম, মাওলানা মোবাশ্বীর, প্রায় শতাধিক শুভাকাঙ্ক্ষী সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করে ছড়িয়ে দিন