বিতর্কিত পাঠ্যসূচী বাতিলের দাবিতে ময়মনসিংহে বিভিন্ন উপজেলায় ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন।

বিজয়বাংলা ডেস্ক
প্রকাশিত ২৬, জানুয়ারি, ২০২৩, বৃহস্পতিবার
<strong> বিতর্কিত পাঠ্যসূচী বাতিলের দাবিতে ময়মনসিংহে বিভিন্ন উপজেলায় ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন। </strong>

প্রেস বিজ্ঞপ্তি : ইসলামী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার আওতাধীন তারাকান্দা, ইশ্বরগন্জ,নান্দাইল,ত্রিশাল, ধোবাউরাসহ প্রায় সকল থানা শাখায় “শিক্ষা সংস্করণ আন্দোলন” এর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত।

শিক্ষাক্রম ২০২৩ সংস্কার বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্ত পূর্বক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি’র অংশ হিসেবে আজ ২৬ জানুয়ারি ২৩ বৃহস্পতিবার উক্ত শাখা গুলো তে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে ১৯ শে জানুয়ারি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়।সেই বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ ২৬ তারিখ সারাদেশে থানা শাখার উদ্যোগে মানববন্ধন ও উপজেলা শিক্ষা অফিসার ববাবর স্মারক লিপি প্রধান এবং ২৯ তারিখ দেশব্যাপী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান এর কাছে চিঠি প্রেরণ এর কর্মসূচি ঘোষণা করেন।সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষে আজকে সারাদেশের ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলার আওতাধীন প্রায় সকল থানার উক্ত কর্মসূচি পালন করা হয়। থানা শাখার উদ্যোগে এই কর্মসূচিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর থানা শাখার নেতৃবৃন্দরা, জেলা শাখার প্রতিনিধিসহ বিশাল সংখ্যক সাধারণ ছাত্রজনতা ও অভিবাবকবৃন্দ অংশ নেন। উক্ত কর্মসূচিতে নেতারা ডারউইন এর বিবর্তনবাদ সহ বিতর্কিত শিক্ষাক্রম পরিবর্তন করার জোড় দাবি জানান। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র নির্দেশিত এই কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে অনেক থানায় প্রশাসনিক হেনস্তার শিকার হতে হয়েছে বলেও জানা যায়।

বার্তা প্রেরক –
মুহাম্মদ ফরিদ উদ্দিন
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক
ময়মনসিংহ জেলা।

শেয়ার করে ছড়িয়ে দিন
  • 40
    Shares