ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২২ সফলের লক্ষ্যে নরসিংদীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিজয়বাংলা ডেস্ক
প্রকাশিত ২০, সেপ্টেম্বর, ২০২২, মঙ্গলবার
<strong>ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২২ সফলের লক্ষ্যে নরসিংদীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত</strong>

গাজী ইসমাঈল ভাঁওয়াৱী
বিজয় বাংলা বিষেশ প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২২ সফলের লক্ষ্যে নরসিংদী জেলার উদ্যোগে প্রাক্তন ও সূধিবৃন্দের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ সেপ্টেম্বর, মঙ্গলবার , বিকাল ৩টায়, জেলা মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়
এতে সম্মেলন বাস্তবায়ন করার লক্ষ্যে সকলের উপস্থিতি এবং সার্বিক বিষয় আলোচনা করা হয়।

উক্ত মতবিনিময় সভায় মুহাম্মদ তারেকুর রহমানের সভাপতিত্বে মুহাম্মদ ইসমাইল সাইফীর পরিচালনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নরসিংদী জেলা সভাপতি মাওলানা আব্দুন নূর সাহেব, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রক্তন সেক্রেটারি জেনারেল হাফেজ মুফতি মুনিরুজ্জামান সাবেক জেলা সভাপতি মাওলানা আহমদুল্লাহ এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিট থেকে আগত শুভাকাঙ্ক্ষীবৃন্দু।

শেয়ার করে ছড়িয়ে দিন
  • 60
    Shares