টুইটারে অডিও-ভিডিও কল করা যাবে

বিজয় বাংলা
প্রকাশিত ১১, মে, ২০২৩, বৃহস্পতিবার
<strong>টুইটারে অডিও-ভিডিও কল করা যাবে</strong>

তথ্য-প্রযুক্তি ডেস্কঃ

মাইক্রো ব্লগিং সাইট টুইটারে খুব দ্রুত অডিও-ভিডিও কল ও এনক্রিপটেড মেসেজিংয়ের সুবিধা আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এলন মাস্ক। মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন তিনি।

 

 

এক টুইট বার্তায় এলন মাস্ক জানিয়েছেন, নতুন সেবাগুলো যুক্ত ও চালু করার কাজ চলছে। ব্যবহারকারীরা এগুলো সহজেই ব্যবহার করতে পারবেন।

 

এলন মাস্ক বলেন, এই প্ল্যাটফর্মে দ্রুত অডিও এবং ভিডিও চ্যাট আসছে, এতে করে নিজের মোবাইল নম্বর না দিয়ে আপনি পৃথিবীর যে কারও সঙ্গে কথা বলতে পারবেন।

 

 

তিনি জানিয়েছেন, এনক্রিপটেড ডাইরেক্ট মেসেজের একটি ভার্সন বুধবার (১০ মে) থেকেই চালু হবে।

 

 

টুইটারে অডিও ও ভিডিও কলের সুবিধা চালু হলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং ইনস্টাগ্রামের কাতারে চলে আসবে এই অ্যাপটিও। এ দুটি প্ল্যাটফর্মে আগে থেকেই সুবিধাগুলো রয়েছে।

 

 

বিজয় বাংলা/এইচ কে/১১/০৫/২০২৩ইং

শেয়ার করে ছড়িয়ে দিন
  • 15
    Shares