বিজয় বাংলা ডেস্কঃ
কাঁচা বাদাম গান গেয়ে রাতারাতি খ্যাতি পেয়েছিলেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুরের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। কাঁচা বাদাম গান গেয়ে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।
গানের মাধ্যমে ভুবন বাদ্যকর লাখ লাখ রুপি উপার্জন করেছেন। তাকে দেখে অনেকেই গান করার চেষ্টা করেছে।
উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত কাজিপাড়ার বাসিন্দা মোহম্মদ শাহাজাদা। পেশায় চা বিক্রেতা। র্যাপ গান গেয়ে অভিনব পদ্ধতিতে চা বিক্রি। ভালোবেসে হোক কিংবা ব্যঙ্গ করে হোক বারাসাত জজ কোর্টে চত্বরে দেদার বিক্রি হচ্ছে র্যাপ চাওয়ালার এই চা।
তার এই বিশেষ গান শোনার আবদারও জানাচ্ছেন বারাসাত কোর্টের চা প্রেমি উকিল থেকে মক্কেলরাও।
একরাস স্বপ্ন নিয়েই এখন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত গান গেয়ে চা বিক্রি করে চলেছেন মহম্মদ শাহাজাদা।
মোহম্মদ শাহাজাদা বলেন, আমার নিজের গান, নিজে বানালাম সুর। ভাইরাল হওয়ার উদ্দেশেই এই গান তৈরি করা। সবাই চায় জনপ্রিয়তা হতে এবং সবার কাছে পরিচিত পেতে।আমি গান গেয়ে চা বিক্রি করি। এতেই অনেকে ভালোবেসে আমার কাছে আসেন ও চা পান করেন। ভালো লাগে।
তার এই গান নেট পাড়ায় সেইভাবে ভাইরাল হয়নি। তবে যারা সাধারণত চা পান করতে আসেন তারাই তার গুনগ্ৰাহী।
বিজয় বাংলা/এইচ কে/০৭/০৫/২০২৩ইং