গাজী ইসমাঈল ভাঁওয়ারী
বিজয় বাংলা বিশেষ প্রতিনিধি |
আজ ১১ মার্চ ২০২৩) জেলা ও মহানগর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে অনুষ্ঠিত
সাংগঠনিক মজবুতি অর্জন ও আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতৃবৃন্দকে দিকনির্দেশনা দেয়ার লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে আজ শনিবার (১১ মার্চ ২০২৩) জেলা ও মহানগর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হওয়া উক্ত সম্মেলনে সারাদেশের জেলা ও মহানগরের প্রতিনিধিগণ উপস্থিত হন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ-এর সভাপতিত্বে আয়োজিত উক্ত সম্মেলন কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্যের মধ্য দিয়ে বিকেল ৫টায় শেষ হয়।