বৃহস্পতিবার এবং শুক্রবার এর বিশেষ আমল – ডক্টর মুহাম্মাদ মনযুরুল ইসলাম ছিদ্দিকী

বিজয় বাংলা
প্রকাশিত ২৭, এপ্রিল, ২০২৩, বৃহস্পতিবার
<strong>বৃহস্পতিবার এবং শুক্রবার এর বিশেষ আমল – ডক্টর মুহাম্মাদ মনযুরুল ইসলাম ছিদ্দিকী</strong>

বিজয় বাংলা অনলাইন ডেস্কঃ

Muhammad Mosabbir Hossain’ ফেসবুক আইডি থেকেঃ-

 

জুমার দিন অত্যান্ত গুরুত্বপূর্ণ দিন, বৃহস্পতিবার রাত অত্যান্ত গুরুত্বপূর্ণ রাত – এই রাতে আল-কাহাফ তেলাওয়াত করলে অনেক মর্তবা।

সূরা আদ-দুখান তেলাওয়াত করলে ৩টি পুরোষ্কার –

১. রিজিক বৃদ্ধি হবে,

২. গুনাহ মাফ হবে,

৩. হায়াত বৃদ্ধি হবে।

 

বিশেষ করে, জুম্মার দিন গল্প করার সময় না এনালাইসিস এর সময় সারা সপ্তাহে কি করছেন জমা কইরা একটু একটু কইরা পাঠাই দিবেন।

 

অর্থাৎ, জুম্মার দিনে যেই ব্যক্তি আসর থেকে মাগরীব পর্যন্ত দুনিয়ার কাজে খাটাবে না। বইসা খালি আল্লাহ্‌র ধ্যান খেয়াল তসবিহ তাহলিলে রত থাকবে। আল্লাহ্‌র নবী (স.) বলতেছেন যে আল্লাহ্‌পাক বলেন- সে মাটিরে স্বর্ণ বললে স্বর্ণ হইয়া যাবে। আজকে আসর থেকে মাগরীব পর্যন্ত যিকির করতে হবে আমল চালাই যাইতে হবে।

 

মর্যাদার ভিত্তিতে শক্তির ভিত্তিতে সব চেয়ে বড় আয়াত শরীফ (সমস্ত ক্বুরআন শরীফের শক্তি – আয়াতুল কুরসিতে) আয়াতু কুরসির শক্তি হল – ওয়ালা ইয়াউ’দুহূ হিফযুহুমা ওয়া হুওয়াল ‘আলিইয়্যুল আ’জিম।

আর শাব্দিক ভিত্তিতে সূরা আল বাকারার ২৮২ নাম্বার আয়াত।

 

আল্লাহ্‌ নবী (স.) এরশাদ করেন – সূরা মূল্ক ৩০ আয়াত। আমি চাই আমার প্রত্যেকটা উম্মত যেনো সূরা মূল্ক’ টা তার অন্তরে ধারণ কইরা রাখে। ৩০ আয়াত প্রত্যেকটা আয়াত তাকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে।

 

কালিমাতানে হাবিবাতানে ইলাররাহমান, খফিফাতানে আলাল্লিছান, ছাক্কিলাতানে ফিল মিজানে “সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি-সুবহানাল্লাহিল আ’জিম”

 

দুটি বাক্য আল্লাহ্‌র কাছে সবচেয়ে বেশি প্রিয় উচ্চারণে সহজ নেকের পাল্লা ভারী হওয়ার জন্য সহায়ক- :

সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি-সুবহানাল্লাহিল আ’জিম।

এইটা ক্বুরআন শরীফ তেলাওয়াত, যিকির।

 

লেখকঃ

পীরে কামিল ও মোকাম্মিল,

অন্যতম চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক,

শাইখুল হাদীস আলহাজ্ব হযরত মাওলানা –

আল্লামা ডক্টর মুহাম্মাদ মনযুরুল ইসলাম ছিদ্দিকী ছাহিব (দাঃ আঃ)

বি.এ.(অনার্স) এম.এ. (আরবী সাহিত্য) এম. এম, এল এল বি, পিএইচ.ডি, (গবেষণার বিষয়: ফিকাহ হানাফী) ঢাকা বিশ্ববিদ্যালয়।

শায়খ, তা‘লিমে ইসলাম, মানিকগঞ্জ, বাংলাদেশ।

 

 

 

বিজয় বাংলা/এইচ কে/২৭/০৪/২০২৩ইং

শেয়ার করে ছড়িয়ে দিন
  • 87
    Shares