নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের দাবীতে আসছে ২২ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা রাজধানী ঢাকার দৈনিক বাংলা মোড়ে মহাসমাবেশের ডাক দিয়েছে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। নির্দলীয়- নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এই সমাবেশ করতে যাচ্ছে জমিয়ত।
আজ (বৃহস্পতিবার) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বাস্তবায়ন কমিটির জরুরী সভা। বাস্তবায়ন কমিটির সম্মানিত আহবায়ক ও দলের অন্যতম সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় মহাসমাবেশ বাস্তবায়নের জন্য ব্যাপক কর্মসূচী গৃহীত হয়। এর মধ্যে রয়েছে দেশের ৮ টি বিভাগের আওতাধীন জেলাসমূহে সাংগঠনিক সফর, জেলায় জেলায় নেতাকর্মীদের মতবিনিময় ও কর্মী সমাবেশ, সারদেশে প্রচারপত্র (পোষ্টার- লিফলেট) বিতরণ ইত্যাদি। এছাড়াও মহাসমাবেশকে কেন্দ্র করে একটি অর্থ উপকমিটি ও একটি প্রচার উপকমিটি গঠন করা হয়।
সভায় বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি মকবুল হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদিন, সহ-প্রচার সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, অর্থ সম্পাদক মুফতী জাকির হোসাইন কাসেমী, সহ-অর্থ সম্পাদক মাওলানা আবুল বাশার, যুব বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতী বশীরুল হাসান খাদিমানী, কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী জাবের কাসেমী, দফতর সম্পাদক মাওলানা আব্দুল গাফফার ছয়ঘরী, কেন্দ্রীয় জমিয়তের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নূরুল আলম ইসহাকী,যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল, ছাত্র জমিয়তের সভাপতি রিদওয়ান মাযহারী ও সাধারণ সম্পাদক হাফেজ কাউসার আহমদ প্রমূখ।