গাজী ইসমাঈল ভাঁওয়ারী, বিশেষ প্রতিনিধি
আজ ৪ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, আল্লাহর যমিনে কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে খেলাফত আন্দোলনের কাজ করা আহাম্মুল ফারায়েজ তথা গুরুত্বপূর্ণ ফরজ। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী হুকুমতের বিকল্প নেই । দলের প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর রহঃ বলতেন খেলাফত আন্দোলনের কর্মীরা একদিন ইমাম মাহদী আঃ এর সৈনিকদের অন্তর্ভুক্ত হবে, ইনশাআল্লাহ। খুতুবাতে হাকীমুল ইসলামের ভাষ্য অনুযায়ী আল্লামা ক্বারী তৈয়্যব সাহেব বলেন, ইমাম মাহদী আঃ এর সৈনিকরা কেয়ামতের দিন বদরী সাহাবীদের আজর লাভ করবেন। এখলাসের সহিত ঐক্যবদ্ধ হয়ে শৃঙ্খলার সাথে কাজ করলে অবশ্যই কামিয়াব হবো ইনশাআল্লাহ।
আজ সোমবার বাদ যোহর বাংলাদেশ খেলাফত আন্দোলন নরসিংদী জেলার নেতৃবৃন্দ রাজধানীর কামরাঙ্গাীরচর মাদ্রাসায় সৌজন্য সাক্ষাত কালে তিনি এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, নরসিংদী জেলা আমীর মুফতী মুশাররফ হোসাইন রায়পুরী, নায়েবে আমির মাওলানা জালাল উদ্দিন সরকার, জেলা সেক্রেটারি মাওলানা খাইরুল ইসলাম ফরাজী, জেলা সাংগঠনিক মাওলানা গাজী ইসমাইল ভাঁওয়ারী, অর্থ সম্পাদক মাহবুব রব্বানী সাকিল, মাওলানা আনিসুর রহমান, হাজী আব্দুল মুত্তালিব, মুফতি কামাল হোসেন, হাফেজ তোফাজ্জল হোসেন প্রমুখ।
মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী হযরত হাফেজ্জী হুজুর রহ এর তাওবার ডাকে সাড়া দিয়ে দেশে ইসলামি হুকুমত কায়েমে সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর আহবান জানান ।