খেলাফত মজলিস সাটিয়াজুরী ইউনিয়ন শাখায় প্রকাশনা উন্মোচন

বিজয়বাংলা ডেস্ক
প্রকাশিত ৬, জানুয়ারি, ২০২৩, শুক্রবার
<strong>খেলাফত মজলিস সাটিয়াজুরী ইউনিয়ন শাখায় প্রকাশনা উন্মোচন</strong>

ফরিদ উদ্দিন মাসউদ চুনারুঘাট প্রতিনিধি।।

আজ ৬ জানুয়ারী (শুক্রবার) সকাল ১০ ঘটিকায় খেলাফত মজলিস সাটিয়াজুরী ইউনিন শাখায় খেলাফত মজলিসের প্রকাশনা উন্মোচন করা হয়।এসময় উপস্থিত ছিলেন , জনাব ডাক্তার তৌসিফ আহমদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক প্রভাষক আব্দুল করিম নির্বাহী সদস্য কেন্দ্রীয় কমিটি ,হাফেজ মাওলানা আঃ রহিম সহ সভাপতি চুনারুঘাট উপজেলা শাখা, এম দরস আলী খান সহ সেক্রেটারী চুনারুঘাট উপজেলা শাখা,এম বদরুল আলম সেক্রেটারী বাহুবল উপজেলা শাখা ,মাওলানা এনামুল হক সাংগঠনিক সম্পাদক চুনারুঘাট উপজেলা শাখা ,, মুফতী আমান উল্লাহ প্রশিক্ষণ সম্পাদক চুনারুঘাট উপজেলা শাখা, হাফেজ মাওলানা হারুনুর রশীদ সহ প্রশিক্ষণ সম্পাদক চুনারুঘাট উপজেলা শাখা, মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ সভাপতি সাটিয়াজুরী ইউনিয়ন শাখা, আব্দুল আলী সেক্রেটারী সাটিয়াজুরী ইউনিয়ন শাখা মাওলানা ফয়সল আহমদ, এস,এম আলী মর্তুজা প্রমূখ।

শেয়ার করে ছড়িয়ে দিন
  • 49
    Shares