খেলাফত মজলিসের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিজয়বাংলা ডেস্ক
প্রকাশিত ২৬, জুলাই, ২০২৩, বুধবার
খেলাফত মজলিসের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী ২৯ জুলাই সকাল ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আহূত খেলাফত মজলিসের ঢাকা বিভাগীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আজ দুপুর ১টায় কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সংগঠনের যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব ও সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সেক্রেটারি জেনারেল রায়হান আলী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী নুর হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এডভোকেট রফিকুল ইসলাম, মহানগরী দক্ষিণ সহ-সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমান, মহানগরী দক্ষিণ প্রচার সম্পাদক মনসুরুল আলম মনসুর, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস প্রশিক্ষণ ও ক্যাম্পাস সম্পাদক কেএম ইমরান হোসাইন প্রমুখ।

বিভিন্ন ইলেক্ট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করে ছড়িয়ে দিন