সৎসঙ্গে বন্ধুত্ব করি – আনোয়ারুল ইসলাম

বিজয়বাংলা ডেস্ক
প্রকাশিত ২৬, অক্টোবর, ২০২২, বুধবার
সৎসঙ্গে বন্ধুত্ব করি – আনোয়ারুল ইসলাম

ছোট হোক বড় হোক
বন্ধুবান্ধব কারনা আছে,
ছেলেমেয়েদেরও বন্ধুবান্ধব
কাছের লোক আছে।

ছেলেমেয়েরা পরস্পরের সাথে
মিলেমিশে গল্পগুজব করে,
ভালো কথার চেয়ে
মন্দ কথাই বেশি আলাপ করে।

ভালো লোকে সাথে চললে
ভালো হওয়া যায়,
মন্দ লোকের সাথে চললে
খারাপ হয়ে যায়।

আতরওয়ালার সংস্পর্শে
সুগ্রাণ পাওয়া যায়,
ময়লাযুক্ত লোকের সংস্পর্শে
দুর্গন্ধ পাওয়া যায়।

নামাজির সাথে থাকলে
নামাজি হওয়া যায়,
বেনামজীর সংস্পর্শে থাকলে
বেনামাজি হয়ে যায়।

অসচ্চরিত্র বন্ধুবান্ধবের
সঙ্গ ত্যাগ করি,
সচ্চরিত্র সাথীদের সাথে
বন্ধুত্ব করি।

তারিখঃ ২৬/১০/২০২২ ঈসায়ী।

শেয়ার করে ছড়িয়ে দিন