লেখক ফোরামের বৈঠক অনুষ্ঠিত, আসছে নতুন কর্মসূচি

বিজয়বাংলা ডেস্ক
প্রকাশিত ২৩, জুলাই, ২০২৩, রবিবার
লেখক ফোরামের বৈঠক অনুষ্ঠিত, আসছে নতুন কর্মসূচি

লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের নির্বাহী কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ফোরামের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও নতুন কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। এ উপলক্ষে দুটি উপ-কমিটি গঠন করা হয়। উপ-কমিটি অচিরেই স্বতন্ত্র মিটিং করে বিস্তারিত কার্যক্রম তুলে ধরবে।

শনিবার (২২ জুলাই) রাজধানীর ফকিরাপুলে হাসান টাওয়ারে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন ফোরাম সভাপতি মুনীরুল ইসলাম।

সাধারণ সম্পাদক আমিন ইকবালের পরিচালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শামসুদ্দীন সাদী, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আনছারী, অর্থ সম্পাদক এমদাদুল হক তাসনিম, সহ-অর্থ সম্পাদক উবায়দুল হক খান, প্রশিক্ষণ সম্পাদক মিযানুর রহমান জামীল, গবেষণা সম্পাদক নকীব মাহমুদ, প্রকাশনা সম্পাদক রেজা হাসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মঈনুদ্দীন খান তানভীর, আইন ও সমাজকল্যাণ সম্পাদক ওমর ফারুক মজুমদার, দফতর ও পাঠাগার সম্পাদক হাবীবুল্লাহ সিরাজ, নির্বাহী সদস্য আবদুল্লাহ ফিরোজী, নূর মুহাম্মদ রাহমানী, সাঈদ আবরার এবং ইয়াহইয়া মাহমুদ।

শেয়ার করে ছড়িয়ে দিন