দিরাইয়ে বাসায় ঢুকে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

বিজয়বাংলা ডেস্ক
প্রকাশিত ৬, সেপ্টেম্বর, ২০২৩, বুধবার
দিরাইয়ে বাসায় ঢুকে সাংবাদিকের উপর সন্ত্রাসী  হামলা

এম. লায়েছ রাহমান ইয়াসিন,বিশেষ প্রতিনিধি সিলেট।
গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে দিরাই বাস স্ট্যান্ডের নিকটে মনির হাউজ নামের বাসায় দুর্বৃত্তরা প্রবেশ করে দৈনিক ভোরের কাগজ এর দিরাই প্রতিনিধি জাকারিয়া হুসাইন জুসেফ এবং তার ভাই মুহাম্মদ জোহানের উপর সন্ত্রাসী আক্রমণ চালায় এতে ঘরের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, উনার ছোট ভাই জোহানের উপর মারাত্মক আক্রমণ করায় আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং জাকারিয়া হুসেন জুসেফের মাথায় হাতপায়ে পিঠে, বিভিন্ন জায়গায় প্রচন্ড আঘাত রয়েছে । স্থানীয় সাংবাদিক মহল সহ সুশীল সমাজ এবং সাধারণ মানুষের অনেকেই এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে দোষীদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

শেয়ার করে ছড়িয়ে দিন