| ফুজাইল আহমদ নাজমুল |
এই তো চলিত সাংগঠনিক সেশনে তিনি খেলাফত মজলিসের নতুন আমীর নির্বাচিত হয়েছিলেন। আমীরের শপথ নিয়েই দেশের প্রতিটি অঞ্চলে সাংগঠনিক সফরে এক বিশাল পরিকল্পনা নিয়ে নেমে পড়েন।
আর সেই পরিকল্পনার আলোকে আজ নারায়ণগঞ্জ সফরে যান এবং খেলাফত মজলিসের ইফতার মাহফিলে প্রধান অতিথির আলোচনা শেষে ইফতার গ্রহণের সময়ে তিনি স্ট্রোক করেন এবং জরুরি ভিত্তিতে তাঁকে হাসপাতালে নিলে সেখানে তিনি মাওলার সান্নিধ্যে চলে যান।
নিশ্চয়ই তিনি অত্যন্ত ভাগ্যবান। দ্বীনের দায়িত্ব ও পরিকল্পনা পালনকালে এবং পবিত্র রামাদ্বানের বরকতময় সময়ে দুনিয়ার জীবনের ইতি টানেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমীরে মজলিস শায়খুল হাদীস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী রহ. -কে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন এবং গোটা মজলিস পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দিন। আমীন।