দৈনিক আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক মাহমুদুর রহমান এখন ‘ড. মাহমুদুর রহমান।’
ড. মাহমুদুর রহমানের জন্য আমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা!
প্রায় সোয়াশ’ মামলা মাথায় নিয়ে নির্বাসিত জীবনে মাহমুুদুর রহমান পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এই অর্জন এদেশের সকল মজলুম মানুষের অর্জন।
ইসলামি সম্মেলন সংস্থা বা ওআইসি পরিচালিত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়া (IIUM) থেকে তিনি এ ডিগ্রি অর্জন করেন। আজ (১১ অক্টোবর) দুপুরে তার পিএইচডি ডিগ্রি সম্পন্নের বিষয়টি ভার্সিটি থেকে নিশ্চিত করা হয় বলে জানা গেছে। তার পিএইচডি’র বিষয় ছিল ‘হিস্টোরি এণ্ড সিভিলাইজেশন’।
পত্রিকা বন্ধ, দুই দফায় গ্রেফতার, রিমান্ড-নির্যাতন, দীর্ঘ কারাভোগ, দফায় দফায় হামলা, কোর্ট প্রাঙ্গনে রক্তাক্ত করাসহ কন্ঠ স্তব্ধ করার সকল ফ্যাসিবাদী ব্যবস্থা সত্ত্বেও অসীম সাহসী মাহমুদুর রহমান সক্রিয় ও সোচ্চার রয়েছেন তাঁর মত করেই।
যদিও পিএইচডি ডিগ্রি তাঁর জন্য বড় কোন অর্জন নয়, তবুও জীবনের পড়ন্ত বেলায় মেধার স্বীকৃতি বটে।
নিশ্চয়ই একদিন এই অন্ধকার দূর হবে, তেলবাজী ও পদলেহন সাংবাদিকতার অবসান ঘটবে, মেধাবীরা নেতৃত্ব দেবেন জাতিকে ইনশাআল্লাহ!
এম আব্দুল্লাহ