বিজয় বাংলা ডেস্কঃ
মামুনুল হক
রাজধানীর পল্টন ও চট্টগ্রামের হাটহাজারি থানায় করা পাঁচ মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির আলোচিত নেতা মাওলানা মামুনুল হক। বুধবার (৩ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান জামিন মঞ্জুর করেন।
হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির আলোচিত এই নেতার বিরুদ্ধে ৪১টি মামলা হয়েছে। এর মধ্যে ১২ মামলায় জামিন মঞ্জুর করা হয় তার। আজ নতুন করে আরও পাঁচটি মামলায় জামিন পাওয়ায় মোট ১৭টি মামলায় জামিন পেলেন তিনি।
দুই বছরের বেশি সময় ধরে কারাবন্দি খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তি পেতে হলে আরও ২৪ মামলায় জামিন পেতে হবে।
মামুনুল হকের বিরুদ্ধে করা ৪১টি মামলার মধ্যে মতিঝিল থানায় করা ৪টি, পল্টন থানায় ৯টি, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় ৩টি, সিদ্ধিরগঞ্জে ৩টি, হাটহাজারী মডেল থানায় ৮টি, সোনাডাঙ্গা থানায় ১টি, কুমিল্লার চান্দিনা থানায় ১টি রাজধানীর ভাটার থানায় ১টি, মোহামম্মদপুর থানায় ১টি, দারুস সালাম থানায় ৫টি ও মিরপুর মডেল থানায় ৩টি। এ ছাড়া তার বিরুদ্ধে ঢাকার বিশেষ ট্রাইব্যুনালেও দুটি মামলা দায়ের হয়েছে।
২০২১ সালের ১৮ এপ্রিল রাজধানীর মোহামম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুলকে গ্রেপ্তার করে তেজগাঁও বিভাগীয় পুলিশ ও ডিএমপির গোয়েন্দা শাখার একটি যৌথ দল। পরে ২০২০ সালের ৭ মার্চ। রাজধানীর মোহাম্মদপুরে কওমি মাদরাসাভিত্তিক সংগঠনের নেতাকর্মীদের ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এখনো তিনি কারাগারে আছেন। গ্রেপ্তারের সময় তিনি ছিলেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব।
পরে ওই কমিটি বিলুপ্ত করা হলে তাকে হেফাজতের আর কোনো কমিটিতে রাখা হয়নি।
বিজয় বাংলা/এইচ কে/০৩/০৫/২০২৩ইং