মুহা.আব্দুল কাইয়ুম
ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
সীরাতকেন্দ্রের আয়োজনে ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে ৯দিন ব্যাপী ময়মনসিংহ ইসলামী বইমেলা। স্বাস্থ্যবিধি মেনে মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
মেলায় মহিলাদের আগমনের জন্যও রয়েছে নারীপ্রহর নামে এক বিশেষ সময়, যা প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত। ইতোমধ্যে মেলা প্রাঙ্গণে (টাউনহল) শুরু হয়েছে স্টল নির্মাণ কাজ, চলছে দ্রুত গতিতে। আর একদিনের মধ্যে স্টল নির্মাণ কাজ সম্পন্ন হবে।
এছাড়াও মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, মেলায় ময়মনসিংহের স্থানীয় বিভিন্ন প্রকাশনীসহ, দেশের নামীদামী অনেকগুলো প্রকাশনীর স্টল সমূহ থাকবে।
এদের মধ্য মাকতাবাতুল আযহার, মাকতাবাতুল ইসলাম, মাকতাবাতুল হেরা, মাকতাবাতুল হাসান, বইঘর, আশরাফিয়া বুক হাউস, আন-নূর পাবলিকেশন্স, আশরাফিয়া বুক ডিপো, আল মাহমুদ প্রকাশনী, চেতনা প্রকাশ, ফাতিহ প্রকাশ, মাকতাবাতুল হিজায, আহবাব পাবলিকেশন, ইসলামিক ফাউন্ডেশন, মদীনা পাবলিকেশন্স, মাসিক মদীনা পাবলিকেশন্স, নাশাত পাবলিকেশন, মাকতাবাতুল আসলাফ, ইসলামিক জোন কুষ্টিয়া, বইপল্লী, আর-রিহাব পাবলিকেশন, হাসানাত পাবলিকেশন, মাকতাবাতুত তাকওয়া, ওয়াফি পাবলিকেশন, পুনরায় প্রকাশন, গ্রন্থালয়, কতকিছু ডট কম, হুদহুদ প্রকাশন, সমকালীন প্রকাশন, সিয়ান পাবলিকেশন, রুহামা পাবলিকেশন, মিরর পাবলিকেশন্স, সন্দীপন প্রকাশন, মাকতাবাতুল বায়ান, পথিক প্রকাশন, নবপ্রকাশ, কালান্তর প্রকাশনী, দারুল আরকাম, মুহাম্মাদ পাবলিকেশন, রাহনুমা প্রকাশনী ও ক্যালিগ্রাফি প্রতিষ্ঠান বহুবচন আর্ট গ্যালারী অন্যতম।