গাজী ইসমাঈল ভাঁওয়ারী
বিজয় বাংলা বিশেষ প্রতিনিধি
৪ মার্চ দুপুরে আন-নূর কওমী বালিকা মাদ্রাসা বিসিক আমতলা নরসিংদী এর ১৫ জন ছাত্রীকে কোরআন শরীফে ছবক প্রধান উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয় । এতে সভাপিত্বে করেন মাওলানা নাছির আল ফরিদী সাহেব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা ওমর ফারুক মৃধা, প্রধান আলোচনাক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সাদেকুর রহমান সিদিকী সাহেব, শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব মোঃ আব্দুর রাজ্জাক( লিটন) সাহেব বিশিষ্ট টিকাদার, শিবপুর,নরসিংদী
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও কবি নাদিম মাহমুদ সাহেব, আরো বক্তব্য রাখেন মাওঃ নিজামুদ্দিন মিসবাহ সম্পাদক বিজয় বাংলা ডটকম, মাওঃ ওবায়দুল হক সাহেব সম্পাদক দৈনিক সরকার পত্রিকা ও বাংলাদেশ নেজামে ইসলাম পাটি, জনাব মোঃ নুরুল হক, মোহাম্মদ ওমর ফারুক সোহাগ প্রভাষক,বারৈচা অনার্স কলেজ ও নরসিংদী অক্সফোর্ড কলেজ
মাওলানা ওমর ফারুক, পরিচালক, মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসা, শিলমান্দী-নরসিংদী।
ও বিশেষ সদস্য, নরসিংদী রিপোর্টার্স ক্লাব মাওঃ ইমরান হুসাইন, মাওঃ মোবাশির আহমেদ মোমেনশাহী, কোরআন শরীফে ছবক প্রধান করে মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকা বাসি সহ সকলের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।