গাজী ইসমাঈল ভাঁওয়ারী
নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদী জেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়ন এর বনাইদ গ্রামের মানুষ আতঙ্কিত।
গত ২২.১.২০২২ ইং রোজ শনিবার সন্ধ্যা ৬ টার দিকে বনাইদ গ্রামের ১৫-২০ জন কে শিয়াল আক্রমন করেন। আক্রমন এর ফলে হাতে, মুখে,পায়ে,চোখে আঘাত করেন। সাধারন মানুষ খিপ্ত হয়ে একটা শিয়াল মেরে ফেলে এবং আন্যান্য শিয়াল পালিয়ে যায়।
আহত মানুষ আগাত প্রাপ্ত শরিল নিয়ে সবাই নরসিংদী সদর হসপিটালে প্রাথমিক চিকিৎসা নেয় সবাই।
২৩.১.২২ ইং রোজ রিবিবার সবাই ভ্যাকসিন নিতে নরসিংদী সদর হসপিটালে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় মানুষ আতঙ্কিত এবং শান্ত রয়েছে।