গাজী ইসমাঈল ভাঁওয়াৱী
বিজয় বাংলা বিশেষ প্ৰতিনিধি
“মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বীর মুক্তিযোদ্ধাগণের জন্য প্রস্তুতকৃত ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ”
আজ ২০ সেপ্টেম্বর ২০২২ উক্ত ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং প্রশাসক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নরসিংদী জেলা ইউনিট কমান্ড আবু নইম মোহাম্মদ মারুফ খান।
মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাগণের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড প্রাপ্তির মাধ্যমে বিভিন্ন সেক্টরে বীর মুক্তিযোদ্ধাগণের সেবা প্রাপ্তি সহজতর হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
এ কার্যক্রমের আওতায় নরসিংদী জেলায় ৪৬৮৪ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সার্টিফিকেট এবং ২৪২০ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হবে।