পুড়াপাড়া গ্রামে বিদেশী উন্নত মানের জারবেরা ফুলের চাষ হচ্ছে

বিজয়বাংলা ডেস্ক
প্রকাশিত ১৭, ফেব্রুয়ারি, ২০২৩, শুক্রবার
<strong>পুড়াপাড়া গ্রামে বিদেশী উন্নত মানের জারবেরা ফুলের চাষ হচ্ছে</strong>

বিজয় বাংলা অনলাইন | মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পুড়াপাড়া গ্রামে বিদেশী উন্নত মানের জারবেরা ফুলের চাষ হচ্ছে। ওই এলাকার হিরু মিয়া বিগত প্রায় ২০ বছর ধরে এ ফুলের চাষ করছেন। তার এ ফুল বিক্রি হচ্ছে ঢাকার শাহবাগ ও মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে। হিরু দীর্ঘ দিন জাপানে প্রবাস জীবনযাপন শেষে দেশে ফিরে শুরু করেন ফুলের চাষ। আর জারবেরা চাষের আয় দিয়েই জীবিকা নির্বাহ করছেন তিনি। নিজে সার্বিক তত্ত্বাবধানে থেকে স্থানীয় শ্রমিক দিয়ে জমিতে ফুল উৎপাদন করছেন তিনি।
সরেজমিন দেখা যায়, হিরু মিয়ার বাগানে ফুটে আছে লাল, হলুদ আর সাদা রঙের জারবেরা ফুল। বিশ্বব্যাপী কাট ফুল হিসেবে পরিচিত পাওয়া এ ফুল ইতোমধ্যে বাঙালির মনও জয় করতে পেরেছে। নতুন চারা রোপণের ৬০ দিনের মধ্যেই ফুল আসতে শুরু করে। সবুজ গাছের মধ্যে নানা রঙের বাহারি ফুল ফোটে। হিরু মিয়া ওই এলাকায় খ্যাতি পেয়েছেন ‘ফুল মিয়া’ নামে।

জারবেরা ফুলের আদি বাসস্থান জার্মানি হলেও চীনে ব্যাপকভাবে চাষ হয়ে থাকে। পৃথিবীতে ৪০ প্রকার জারবেরা ফুল রয়েছে। এ ছাড়া ফুলটি বাংলাদেশেও জনপ্রিয় হওয়ায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এরই মধ্যে বারি জারবেরা-১ ও বারি জারবেরা-২ নামে দু’টি জাতের উদ্ভাবন করেছে।
জারবেরা গাছ বীজ থেকে উৎপন্ন হয় না, এটি কাণ্ড হতে উৎপন্ন হয়ে থাকে। অধিক চারার জন্য টিস্যু কালচারের মাধ্যমে বীজ উৎপাদন করা হয়। গাছ থেকে তোলার পরও ফুলগুলো ৮-১০ দিন সজীব থাকে। একটি গাছে পর্যায়ক্রমে ২০-২৫টি জারবেরা ফুল হয়ে থাকে। বাংলাদেশেও ব্যাপক চাহিদা থাকায় এ ফুল বিক্রি করে লাভবান হওয়া যায়। পাশাপাশি তার এ ফুল চাষ এলাকায় নিয়ে এসেছে বাড়তি সৌন্দর্য।

হিরু মিয়া বলেন, কাগজের ফুলের কারণে দিন দিন প্রকৃতির ফুলের চাহিদা কমছে, সেই সাথে কমছে প্রকৃতির ফুলের দামও। তিনি আরো বলেন, জাপান থেকে আসার পর প্রায় ২০ বছর ধরে আমি ফুল চাষ করছি। তবে বিশেষ করে এ বছর ফুলের দামও কম, চাহিদাও কাম।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার বলেন, ফুল চাষে আমাদের কৃষি অফিস এ এলাকায় আর্থিক সহায়তা দেয় না। যখন ফুলগাছে কোনো রোগবালাই হয়, আমাদের কাছে চাষিরা আসেন, তাদের আমরা পরমর্শ দেই। এ এলাকায় তেমন বাণিজ্যিকভাবে ফুল চাষ হয় না। অনেকে শখের বশে চাষ করে থাকেন।

শেয়ার করে ছড়িয়ে দিন
  • 43
    Shares