তারাকান্দা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণায় আনন্দ র‌্যালী

বিজয় বাংলা
প্রকাশিত ২১, মার্চ, ২০২৩, মঙ্গলবার
<strong>তারাকান্দা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণায় আনন্দ র‌্যালী</strong>

মোঃ হুমায়ুন কবীর, তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

 

ময়মনসিংহের তারাকান্দাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণায় উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

২১ মার্চ (মঙ্গলবার) ১০ টায় উপজেলা প্রশাসন তারাকান্দা ময়মনসিংহের আয়োজনে উক্ত র‌্যালীটি অনুষ্ঠিত হয়।

 

র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে ময়মনসিংহ – হালুয়াঘাট আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে তারাকান্দা থানা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

 

তারাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজিত র‌্যালীটি তে এ সময় উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক, নির্বাহী অফিসার মিজাবে রহমত, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, সালমা আক্তার কাকন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, উপজেলার সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপকার ভোগী নারী ও পুরুষ।

 

শেয়ার করে ছড়িয়ে দিন
  • 15
    Shares