নরসিংদীতে শেখ কামাল জাতীয় যুব গেমস -২৩ এর ফুটবল ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বিজয়বাংলা ডেস্ক
প্রকাশিত ৯, জানুয়ারি, ২০২৩, সোমবার
<strong>নরসিংদীতে শেখ কামাল জাতীয় যুব গেমস -২৩ এর ফুটবল ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত</strong>

গাজী ইসমাঈল ভাঁওয়ারী
বিজয় বাংলা বিশেষ প্রতিনিধি

গত ২রা জানুয়ারী শুরু করে আজ ৮ই জানুয়ারী শেখ কামাল জাতীয় যুব গেমস -২৩ এর ফুটবল ইভেন্টের ফাইনাল খেলা শেষ করে নরসিংদী জেলার আন্তঃউপজেলা খেলা শেষ হয়েছে ।
গত ৬ দিনে দলগত ইভেন্ট ফুটবল ও ভলিবল (তরুন,তরুনী) একক ইভেন্ট এ্যাথলেটিকস, কারাতে , তায়কোয়ানন্দো ও দাবা (তরুন ওতরুনী)খেলা শেষ হলো। আজকের ফাইনাল খেলার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সুযোগ্য ক্রীড়া বান্ধব জেলা প্রশাসক জনাব আবু নইম মোহাম্মদ মারুফ খান মহোদয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আমজাদ হোসেন বাচ্চু, মেয়র নরসিংদী পৌরসভা । জনাব আল মুজাহিদ হোসেন তুষার, মেয়র ঘোড়াশাল পৌরসভা। শেখ কামাল জাতীয় যুব গেমস এর নরসিংদী জেলার আন্তঃ উপজেলা খেলা সুন্দর ও সফল ভাবে শেষ কার জন্য সকল উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা সেই সাথে জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সকলকে নরসিংদী পৌরসভা মেয়র,জনাব আমজাদ হোসেন বাচ্চু সাহেব
নরসিংদী পৌর পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।

শেয়ার করে ছড়িয়ে দিন
  • 36
    Shares