মোখা

বিজয় বাংলা
প্রকাশিত ১২, মে, ২০২৩, শুক্রবার
<strong>মোখা</strong>

গতি কমায়, শক্তি বাড়ায়

সুপার সাইক্লোন মোখা,

তীব্র আঘাত হানবে নিশ্চিত

যাবে না তা রোখা।

 

এর প্রভাবে তিনটি দেশে

হচ্ছে ঝড় ও বৃষ্টি,

সাইক্লোন তাণ্ডব চালাবে আর

হবে রে অনিষ্টি।

 

সাগর থেকে সুপার সাইক্লোন

এই যে উঠে আসে,

জানমাল কত বিনষ্ট হয়

মহাশক্তির গ্রাসে।

 

 

বিজয় বাংলা/এইচ কে/১২/০৫/২০২৩ইং

শেয়ার করে ছড়িয়ে দিন