মোহাম্মদ অংকন
নদী কতো শান্ত দেখো বয়ে চলে শুধু,
মরু কতো তপ্ত দেখো করছে সদা ধু-ধু ।
নদীর বুকে অথৈ পানি মরুর বুকে বালি,
দিলে পানি মরুর বুকে হতো নদী খালি?
শান্ত হতো মরু তখন নদীর কথা বলতো,
মরুর বুকে প্রাণিসকল শান্তি করে চলতো ।
না! না! তাতো হবে না নদী, মরু ভিন্ন,
দু’জন ধরে দু-বৈশিষ্ট্য দু’টি নামের জন্য ।
বিজয় বাংলা/এইচ কে/১৬/০৫/২০২৩ইং