ভাবনায়

বিজয় বাংলা
প্রকাশিত ১৮, মে, ২০২৩, বৃহস্পতিবার
<strong>ভাবনায়</strong>

জারমিন কোমা সৌহেলী

নিশ্চুপ কেন তুমি? কেনো এত শান্ত?

চুপচাপ দাড়িয়ে কেনো? নাকি খুব ক্লান্ত?

 

ভাবনায় তুমি কেনো অকারনে চলে আসো?

অযুহাত ও পাইনা নিজেকে লুকোনোর ।

 

এমন কি দেখ তুমি ফেলফেল তাকিয়ে?

আবারো চোখ দুটি লজ্জায় নেতিয়ে।

 

কেনো তুমি ভাবনায় হাটোচলো সারাক্ষণ?

লুকোচুরি চোখ টিপে মুচকি হাসো কেনো অকারন?

 

ভদ্রতায় দুষ্টুমি, মিষ্টি ন্যাকামি

কেনো করো জ্বালাতন ভাবনায় বলোতো?

 

ঠোঁটগুলো কাপিয়ে ফিসফিস কণ্ঠে।

চোখের ইসারায় কি বলো এভাবে?

 

হাসিটা ও চঞ্চল, অগোছালো এলোমেলো

কথামালা অস্পষ্ট স্বভাবে।

 

ভালোটালো বাসো নাকি না করো ঠাট্টা?

খেলা করো মন নিয়ে উড়ে কেনো ভাবনায় ?

 

কি চলে মনে তোমার, চোখে কি বলে যে?

বুঝিনা ধুৎ ছাই, আলোছায়া আচরন ।

 

হাত কেনো বাড়িয়েছো? ধরতে তো দাওনা।

নাকি কোন অযুহাত খুঁজেছ ছলনার?

 

চাও কি? বলো শুনি? সুখ না কষ্ট?

বুঝেও বুঝিনা তোমায়, সব যেন অস্পষ্ট।

 

 

বিজয় বাংলা/এইচ কে/১৮/০৫/২০২৩ইং

শেয়ার করে ছড়িয়ে দিন
  • 23
    Shares