নিয়তির লিখন

বিজয় বাংলা
প্রকাশিত ২২, মে, ২০২৩, সোমবার
<strong>নিয়তির লিখন</strong>

মোহাম্মদ আইয়ুব আলী

 

কেন দিলে ভালো বাসার কথা

এনে দিলে নিরাশার ব্যথা,

জড়িয়ে রহিব এক সাথে

এনে দিলে কান্নার অশ্রু ধার ।

 

 

আশা দিয়েছিলে হবে সাথী

এতো দূরে থাকো নাহি দেখি,

প্রান যাবে বিরহের ব্যথায়

 যদি না কর জীবন সাথী।

 

 

 ছিল বিধাতার নিয়তির লিখন

মিশাতে দেয়না দুইটি জীবন?

কোন বাধা রাশি সম্মুখে দাঁড়ায়!

দুই দিকে যায় দু’জনের জীবন।

 

 

নিরাশার আশা-কী পূরণ হবে!

শুভ সূর্য কবে আসবে ঘরে,

যদি কাঁদাও তুমি আমারে

তোমাকে আগেই কাঁদিতে হবে।

 

 

প্রেম ভালবাসা বিধাতার দান

দুটি দেহ হবে একটি প্রাণ,

এক যোগ এক, এক না হলে

বেদনার বিষে যাবে তাঁর প্রাণ।

 

 

বিজয় বাংলা/এইচ কে/২২/০৫/২০২৩ইং

শেয়ার করে ছড়িয়ে দিন
  • 21
    Shares