একাকিত্ব

বিজয় বাংলা
প্রকাশিত ২৪, মে, ২০২৩, বুধবার
<strong>একাকিত্ব</strong>

মোহাম্মাদ আইয়ুব আলী

ছিরিয়া মায়ার বাঁধন

   প্রতিদিন হচ্ছে নিখোঁজ

     কত কষ্ট বুকের ভিতর

       কেউ কি তার রাখে খোঁজ।

 

ছিল কত মায়া ভালোবাসা!

 কত যে ছিল আশা ভরসা,

    বুকের খাঁচা ভেঙ্গে যাবে

       উড়বে পাখি ছেড়ে বাসা।

 

কত খোঁজ খবর নিতে

 বাড়ি হতে গেলে দূরে

   হয়েছি আমি একা’কিত্ব!

     মনে বেড়ে গেছে দূরত্ব।

 

 আমি বা কার কেবা আমার

   এই কী-রে ভবের ছলনা

     পরের জন্য সব করিলাম

       হ‌ইলাম খালি হাতে র‌ওনা।

 

বিজয় বাংলা/এইচ কে/২৪/০৫/২০২৩ইং

শেয়ার করে ছড়িয়ে দিন
  • 27
    Shares