মৌমাছি

বিজয় বাংলা
প্রকাশিত ২৭, মে, ২০২৩, শনিবার
<strong>মৌমাছি</strong>

মোঃ আইয়ুব আলী

 

মৌমাছি মৌমাছি কোথায় যাও তুমি

আমি যে ছোট্ট পাখি তোমায় ডাকি

একটু দাড়াও না বলে যাও কথা শুনি

 

 

-কাজের সময় কেন করছ ডাকাডাকি,

কাজের সময় করি কাজ দেইনা ফাঁকি ।

ছোট বলে করিনা কাউকে অবহেলা !

 

 

কেনে ডাকো শুনি সুন্দর পাখি

 সময় ফুরিয়ে যায় ডুবে যায় বেলা।

 

 

– মৌমাছি মৌমাছি কোথায় যাও তারাতাড়ি

যাই আমি ফুল বণে, যাই মধু আহরনে

সময় যে চলে যায় তাই সঞ্চয় করি

সময়ের কাজ সময়ে করি আপন মনে।

 

 

তোমার সঞ্চিত ধন মানুষ করে লুণ্ঠন

তোমার এতো কষ্ট যায় অকারন

 

-আমাদের কৌশল কে করবে লুণ্ঠন

দুঃখ করি না , করি শুধু মধু আহরণ।

 

 

 

 নেয় কেরে চোর অর্জিত সম্পদ

 আপনার সৎ সত্তা-কী নিতে পারবে

সততাই আপনার জীবনের সম্পদ।

 

যা কিছু হারাবেন, তাই নতুন করে গড়বে।।

 

 

 

কবি এখানে তাঁর কাব্যিক ভাষায় একটি পাখি ও মৌমাছি কে নিয়ে কথোপকথন এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন, সময়ের কাজ সময়ে করতে হয়, সততাই আপনার মূল শক্তি, জীবনে চলাচলের পথে যা কিছু হারাবেন তা নিয়ে থেমে থাকবেন না চলতে থাকুন তা আবার ফিরে আসবে অন্য কোনো উপায়ে।
হালাল অর্জিত সম্পদ কখনো বিফলে যায়না।

 

 

 

বিজয় বাংলা/এইচ কে/২৭/০৫/২০২৩ইং

শেয়ার করে ছড়িয়ে দিন
  • 7
    Shares