মোহাম্মদ আইয়ুব আলী
টাকা নাই যে হাত খালি
কি করে যে উপায়!
নম্র ভদ্র হয়ে করছি যে ধার
পকেট ভরতে নাই যে উপায়।
ধার দিনাতে নিয়ম মানতে
ভক্তি শ্রদ্ধা করি চরমে
ফেরত টাকা চাইলে পরে
মেজাজ উঠে যায় গরমে।
কথায় কথায় ফন্দি আঁটে
চিড়ে ভিজায় পানি না দিয়ে
দুষ্ট লোকের মিষ্টি কথা
ফোনদী ফিকির মন দিয়ে।
উল্টাপাল্টা কথা বলে
না দেয়ার ফন্দি আটে
আজ পাবিনা পাবি কাল
বেশি চাপ অঘটন ঘটে।
দুষ্ট লোকের পাল্লা ভাড়ি
দেখবে ওদের দলই বড়
বিচারেতে আসবে কত
সাজবে মাত্বর কত বড় বড়।।
কেহ আবার দেয় ফাঁসিয়ে
উল্টো পাল্টা কাজে,
ফন্দী করে বন্দী করতে
কৌশল যত আছে বাজে।
সরল মনে দিতে ব্যথা
বন্ধু সাজে ভাঙতে ঘর
টাকা পেলে বউ চলে যায়
করতে অন্য স্বামীর ঘর।
বিশ্বাস নিয়ে করে ছলছাতুরি
করতে নানান রকমের খেলা
কেউ ভাবে না বিচার হবে
ডুবে যাবে যখন ভবের বেলা।।